কুরআন ও সালাত অনুধাবন কোর্স

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

যারা লম্বা সময় দিয়ে পরিপূর্ণভাবে আরবীভাষা শেখার মত সময়-শ্রম দিতে অপরাগ; কিন্তু মোটামুটিভাবে কুরআনের বিষয়গুলো বুঝতে চান এবং বিশেষভাবে সালাতে যা যা সাধারণত আমরা পড়ি সেগুলো অর্থ বুঝে পড়ে সালাতে মনোযোগ বৃদ্ধি করতে চান, তাদের জন্য এই কোর্সটি হবে অনন্য একটি কোর্স ইনশাআল্লাহ। এই কোর্সটি যথাযথভাবে শেষ করার পর একজন শিক্ষার্থীর ৪টা জিনিস অর্জিত হবে ইনশাআল্লাহ-

১. আরবীভাষার মৌলিক জ্ঞান

২. কুরআনের ১২টি সূরা ও নির্বাচিত অনেক আয়াত এর অর্থ বুঝা

৩. সালাতে পঠিত দুআ-দরুদ-তাসবীহ এর অর্থ বুঝা

৪. কুরআনের বহুল ব্যবহৃত শব্দাবলি

 

কীভাবে কোর্সটি করবেন? 

‘কুরআন ও সালাত অনুধাবন কোর্স’ একটি প্রি-রেকর্ডেড কোর্স। আপনি আপনার সময়-সুযোগ মত ক্লাসগুলো দেখে নিবেন এবং নির্দেশনা অনুসারে প্র্যাকটিস করবেন। প্রতিটি ক্লাসের সাথে পেয়ে যাবেন সেই ক্লাসের শিট। এতে এনরোল/ভর্তির হবার জন্য কোর্স ফি ৫১০টাকা পরিশোধ করতে হবে। টাকা পাঠানো হলে যে নাম্বার থেকে পাঠিয়েছেন তার শেষ তিনটা সংখ্যা/ট্রাঞ্জিকশন আইডি উল্লেখ করে মেসেজ করবেন আমাদের ফেসবুক পেইজে অথবা হোয়াটসআপ নাম্বারে। এরপর আপনাকে ক্লাসগুলো দেখার সুযোগ/এক্সেস দেওয়া হবে।

ফেসবুক পেইজে যেতে ক্লিক করুন এখানে  । হোয়াটসআপ+8801700-946569

উল্লেখ্য যে, ওয়েবসাইটে আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে বুঝতে না পারলে ক্লিক করুন এখানে 

 

শিক্ষার্থী সাপোর্ট 

পড়া সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে বা কিছু না বুঝলে প্রশ্ন করতে পারবেন আমাদের একাডেমির ফেসবুক গ্রুপে কিংবা হোয়াটসাপ নাম্বারে।

ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এখানে

এছাড়াও আমাদেরকে সকল কার্যক্রম সম্পর্কে নিয়মিত জানতে নিচের মাধ্যমগুলো ফলো করতে পারেন-

  • আমদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ক্লিক করুন এখানে 
  • আমাদের ইউটিউব চ্যানেল দেখতে ক্লিক করুন এখানে

 

বিঃ দ্রঃ আপনি যদি পরিপূর্ণভাবে কুরআন বুঝতে চান, তাহলে লম্বা সময় দিয়ে পূর্ণ আরবীভাষা আয়ত্ত্ব করা ছাড়া বিকল্প কোন মাধ্যম নেই। এর জন্য আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি হতে পারে আপনার জন্য উত্তম সমাধান। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

Show More

What Will You Learn?

  • ১. আরবীভাষার মৌলিক জ্ঞান
  • ২. কুরআনের ১২টি সূরা ও নির্বাচিত অনেক আয়াত এর অর্থ বুঝা
  • ৩. সালাতে পঠিত দুআ-দরুদ-তাসবীহ এর অর্থ বুঝা
  • ৪. কুরআনের বহুল ব্যবহৃত শব্দাবলি

Course Content

দারস-১ । (আরবীভাষায় শব্দের প্রকারভেদ)
এই দারসে আরবীভাষায় শব্দের প্রকারভেদ আলোচনা করা হয়েছে। সেই সাথে সূরা ফাতিহা থেকে বিষয়টি অনুশীলন করানোর মাধ্যমে রপ্ত করানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

  • দারস-১ । ( আরবীভাষায় শব্দের প্রকারভেদ)
    00:00
  • ১নং দারসের শিট (আরবীভাষায় শব্দের প্রকারভেদ)
  • ১ নং দারসের কুইজ

দারস-০২। (পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ পরিচিতি)।
এই দারসে আরবী শব্দের জাতীয়তা তথা পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং তাশাহহুদ থেকে তা অনুধাবন করা হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-৩ । (বচন পরিচিতি)
এই দারসে আরবীভাষার বচন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দারসে কুরআনের বহুল ব্যবহৃত শব্দগুলো উল্লেখ করা হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-৪ । (আল, সম্বোধনসূচক শব্দ, ব্যক্তির নাম)
এই দারসে নির্দিষ্ট ও অনির্দিষ্ট শব্দ এবং এর প্রথম ৩ প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-৫। (ইশারাবাচক ও সম্বন্ধবাচক বিশেষ্য)
এই দারসে নির্দিষ্ট শব্দের ৪র্থ ও ৫ম প্রকার তথা ইশারাবাচক ও সম্বন্ধবাচক বিশেষ্যগুলোর আলোচনা হয়েছে, সেই সাথে ইশারাবাচক শব্দ দিয়ে আরবীতে ছোট ছোট বাক্য তৈরি করার নমুনা দেখানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-৬। (দ্বমীর মারফু/ কর্তাবাচক সর্বনাম)
এই দারসে সর্বনামের প্রথম প্রকার, আর সাথে কিছু কথোপকথন বিষয়ক আলোচনা হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-৭। (দ্বমীর মানসুব ও মাজরুর/কর্মবাচক ও সম্বন্ধবাচক সর্বনাম)
এই দারসে সর্বনামের দ্বিতীয় ও তৃতীয় প্রকার, সাথে কয়েকটি শব্দার্থ আর কিছু কথোপকথনও আছে। কুরআন থেকে কিছু অনুশীলন আছে দ্বমীর বিষয়ক। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-৮। (ইদ্বাফাত ও হারফুল জার/অব্যয়)
এই দারসে দুইটা শব্দের একটাকে আরেকটার সাথে সম্বন্ধিত করার বিষয় এবং হারফুল জার, সাথে সূরা কদর পুরোটা অনুধাবন করানো হয়েছে। অনুশীলনের জন্য অনেকগুলো নির্বাচিত আয়াত দেওয়া হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-৯। (ইরাব/ শব্দের শেষের পরিবর্তন)
এই দারসে শব্দের শেষের পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১০। (মাওসুফ-সিফাত/বিশেষণ)
এই দারসে মাওসুফ-সিফাত এবং সেই সাথে সূরা ক্বরিয়াহ পুরোটা পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১১। (ফি’ল মাদ্বি /অতীত ক্রিয়া)
এই দারস থেকে ক্রিয়ার আলোচনা হয়েছে। প্রথমে ফি’ল মাদ্বি বা অতীত ক্রিয়া পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১২। (ক্রিয়াযুক্ত বাক্য গঠন প্রক্রিয়া)
এই দারসে ক্রিয়ার মাধ্যমে বাক্য কীভাবে গঠন করতে হয় সেটা বুঝানো হয়েছে। কুরআনের ব্যবহৃত ৫টি ক্রিয়া দেওয়া হয়েছে। আর কিছু আয়াত থেকে অনুশীলন করানো হয়ছে। আয়াতগুলোর সাথে অর্থ দেওয়া হয়নি, শুধু নতুন শব্দ থাকলে তার অর্থ দেওয়া হয়েছে। যাতে অনুবাদ ছাড়াই এখন আয়াতের অর্থ মোটামুটি বুঝা শুরু করা যায়। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১৩ (ফি’ল মুদ্বারি/বর্তমান-ভবিষ্যৎ ক্রিয়া)
এই দারসে আরবী ক্রিয়ার দ্বিতীয় ভাগ অর্থাৎ মুদ্বারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাদ্বির মত এরও ১৩টা ভিন্ন রূপ আছে এবং এগুলো কুরআন থেকে অনুধাবন করানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১৪। (মুদ্বারির শুরুর দুইটি অব্যয়)
এই দারসে মুদ্বারির শুরুতে আসা দুইটি অব্যয় এবং নতুন কিছু ক্রিয়া ও কুরআন থেকে তার অনুশীলন পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১৫ (আমর-নাহি/আদেশ ও নিষেধসূচক ক্রিয়া)
এই দারসে ক্রিয়ার তৃতীয় প্রকার আমর-নাহি তথা আদেশ-নিষেধ ক্রিয়ার সাথে পরিচিত করানো হয়েছে। সেই সাথে কুরআনে ব্যবহৃত হয় এমন কিছু ক্রিয়া মুখস্তের জন্য দেওয়া হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১৬ (কিছু কুরআনী ক্রিয়া ও আরবী বাক্য)
এই দারসে কুরআনের বহুল ব্যবহৃত কিছু ক্রিয়া ও সেগুলো দিয়ে তৈরি কিছু বাক্য ও দুআ পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১৭ (শব্দে শব্দে সূরা ফালাক ও নাস)
এই দারসে পঠিত নিয়ম-কানুন বিশ্লেষণ করে কুরআনের শেষের ছোট ছোট সূরা ও সালাতের মধ্যে ও সালাতের বাইরের কিছু দুয়া পড়ানো হয়েছে। প্রথমে সূরা ফালাক ও নাস পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১৮ (শব্দে শব্দে সূরা নাসর, লাহাব ও ইখলাস)
এই দারসে পঠিত নিয়ম-কানুন বিশ্লেষণ করে শব্দে শব্দে সূরা নাসর, লাহাব ও ইখলাস পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-১৯ (শব্দে শব্দে সূরা মাউন , কাউসার ও কাফিরুন)
এই দারসে পঠিত নিয়ম-কানুন বিশ্লেষণ করে শব্দে শব্দে সূরা মাউন, কাউসার ও কাফিরুন পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-২০ (সুরা ফীল ও কুরাইশ)
এই দারসে পঠিত নিয়ম-কানুন বিশ্লেষণ করে শব্দে শব্দে সুরা ফীল ও কুরাইশ পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-২১। (ছানা, দরুদ ও দুআ মাছুরা)
এই দারসে পঠিত নিয়ম-কানুন বিশ্লেষণ করে শব্দে শব্দে ছানা, দরুদ ও দুয়া মাছুরা পড়ানো হয়েছে। দারস দেখার আগে নিজে নিজে শিটটি একবার পড়ে নিবেন। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

দারস-২২ (দুয়া কুনুত ও কিছু যিকর)
এতে দুয়া কুনুত ও নামাজের শেষে বহুল পঠিত কিছু যিকর পড়ানো হয়েছে। এই দারসের মাধ্যমে কুরআন ও সালাত অনুধাবন কোর্সটি শেষ হলো। কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে/টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করুন। আপনাকে সময়মত বুঝিয়ে দেওয়া হবে।

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet