4.67
(3 Ratings)

সরফ শিক্ষা কোর্স

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

সরফ আরবী ব্যকরণ শাস্ত্রের মৌলিক দুইটি অংশের একটি। এর মাধ্যমে শব্দ প্রকরণবিদ্যাকে বুঝানো হয়। এই কোর্সটি সরফ শাস্ত্রের বিখ্যাত কিতাব ‘ইলমুস সরফ’ এর দারসগুলো দিয়ে সাজানো হয়েছে।

 

ফ্রি কোর্সটি কীভাবে করবেন?

আগে থেকে সাইটে রেজিস্ট্রেশন করা না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করে একাউন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য লগিন অপশনে ক্লিক করে নিচে রেজিস্ট্রেশন অপশন থেকে ফরম পূরণ করে নিন। আর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে যে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটার মাধ্যমে লগিন করে নিন এবং Enroll now তে ক্লিক করে ভর্তি হন, তারপর Start Learning এ ক্লিক করে ক্লাস দেখা শুরু করুন।

 

  • আমদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ক্লিক করুন এখানে 
  • আমাদের ইউটিউব চ্যানেল দেখতে ক্লিক করুন এখানে 
  • আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এখানে
  • আমাদের ফেসবুক পেইজে যেতে ক্লিক করুন এখানে 
Show More

What Will You Learn?

  • আরবী শব্দগঠন প্রক্রিয়া ও এই সংক্রান্ত নিয়ম-কানুন

Course Content

দারস-০১। (সরফের সংজ্ঞা, উদ্দেশ্য, আলোচ্য বিষয় ও কিছু পরিভাষা)
এই দারসে ইলমুস-সরফের সংজ্ঞা, উদ্দেশ্য ও আলোচ্য বিষয় এবং আরবী ব্যকরণের কয়েকটি পরিভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

  • দারস-০১। (সরফের সংজ্ঞা, উদ্দেশ্য, আলোচ্য বিষয় ও কিছু পরিভাষা)
    00:00

দারস-০২। (সরফের কিছু পরিভাষা)।
এই দারসে আরবী ব্যকরণের কয়েকটি পরিভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-০৩। ( সরফের কিছু পরিভাষা এবং মূল অক্ষর ও অতিরিক্ত অক্ষর)।
এই দারসে সরফের মৌলিক কিছু পরিভাষা এবং শব্দের মূল অক্ষর এবং অতিরিক্ত অক্ষর কীভাবে নির্ণয় করা যায়, সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-০৪। (১৪ সিগাহ এর মূল প্যাটার্ন)
এই দারসে আরবী শব্দের ১৪ টি রূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সরফের ভাষায় যেগুলোকে ১৪ সীগাহ বলা হয়।

দারস-০৫। (ফেলে মাদী এর ১৪ সীগাহ)।
এই দারসে অতীতকাল প্রকাশক ফেলে মাদী এর ১৪ টি সীগাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-০৬। (মাদী মুসবাত ও মানফী এর গরদান এবং ফেলে মাদী এর প্রকারভেদ)।
এই দারসে হাঁ-সূচক এবং না-সূচক ফেলে মাদী এর ১৪ সীগাহ এবং ৬ প্রকারের ফেলে মাদী সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-০৭। (ছয় প্রকারের ফেলে মাদী এবং ছয়টি ‘বাব’)।
এই দারসে ছয় প্রকারের ফেলে মাদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ৬ টি 'বাব' থেকে ১৪ সিগাহ এর গরদান দেখানো হয়েছে।

দারস-০৮। (হা-সূচক ফেলে মাদী মারূফ এবং ছয়টি ‘বাব’)
এই দারসে হাঁ-সূচক ফেলে মাদী মারূফ এর ১৪ সিগাহর রূপান্তর এবং ৬ টি 'বাব' সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-০৯। (না-সুচক ফেলে মাদী মারূফ এবং ছয়টি ‘বাব’)।
এই দারসে না-সূচক ফেলে মাদী মারূফ এর গরদান (রূপান্তর) এবং ৬ 'বাব' সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-১০। (হা-সুচক ফেলে মাদী মাজহূল এবং ছয়টি ‘বাব’)।
এই দারসে হা-সূচক ফেলে মাদী মাজহূল এর ১৪ সিগাহর গরদান এবং ৬ টি বাব সম্পর্কে আলোনা করা হয়েছে।

দারস-১১। (হা-সুচক ফেলে মুদারী মারূফ)।
এই দারসে ভবিষ্যৎ কাল প্রকাশক ফেলে মুদারী মারূফ এর ১৪ সীগাহর গরদান (রূপান্তর) সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-১২। (নফী তাকীদ বা-লান মুদারী মারূফ)।
এই দারসে 'নফী তাকীদ বা-লান মুদারী মারূফ' এর ১৪ সীগাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-১৩। (নফী তাকীদ বা-লাম মুদারী মারূফ)।
এই দারসে 'নফী তাকীদ বা-লাম মুদারী মারূফ' সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-১৪। (ফেলে আমর এর গরদান)।
এই দারসে আদেশসূচক ক্রিয়া ফেলে আমর এর ১৪ সীগাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-১৫। (ফেলে নাহী এর গরদান)।
এই দারসে নিষেধসূচক ক্রিয়া 'ফেলে নাহী' এর ১৪ সীগাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-১৬। (ইসমুল ফায়েল, ইসমুল মাফউল, ইসমুত তাফদীল)।
এই দারসে ইসমুল ফায়েল, ইসমুল মাফউল এবং ইসমুত তাফদীল এর সীগাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-১৭। (ইসমুয যারফ, ইসমুল আলা)।
এই দারসে ইসমুয যারফ এবং ইসমুল আলা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet