About Course
কোর্স পরিচিতিঃ
কুরআনের অর্থ আরবী থেকে বুঝার জন্য আরবীভাষা শেখার বিকল্প নেই। কুরআনের অর্থ বুঝার উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি সাজানো হয়েছে। কর্মজীবী ও ব্যস্ত মানুষদের জন্যই পুরো কোর্সটি ডিজাইন করা। কোন ধরনের অতিরিক্ত চাপ ছাড়াই ধীরেসুস্থে আরবীভাষা শিখে কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোর্সটিতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু–সরফ এর প্রয়োজনীয় পাঠ তো থাকবেই।
কোর্সপ্ল্যানঃ
সপ্তাহে ৩টি ক্লাসে ১টি করে পাঠ শেষ করা হবে। প্রতি ৩ পাঠ শেষ হবার পর একটি মাসিক পরীক্ষা হবে সেই ৩ পাঠের উপর। এভাবে ৪ মাসে ১২ পাঠ শেষ হওয়ার পর একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে ১–১২ পাঠের (পুরো অধ্যায়) উপর এভাবে মোট ৪ মাস মেয়াদী ৪টি সেমিস্টারে দেড় বছরে কোর্সটি শেষ হবে। (তবে রোজা/ঈদের ছুটি, পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ সময়ের চাইতে বেশি সময় চেয়ে নেওয়া ইত্যাদি কারণে এই সময়ের চেয়ে কিছু সময় বেশিও লাগতে পারে।) সঠিকভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য থাকবে সার্টিফিকেট।
কোর্স শেষে অর্জনঃ
কোর্স শেষে কুরআনের অধিকাংশ আয়াত ও অসংখ্য হাদিসের অর্থ নিজে নিজে আরবী থেকে বুঝা সম্ভব হবে। এছাড়া আরবীতে সাধারণ কথোপকথন করা ও বুঝা, সহজ ভাষায় লেখা আরবী বইপত্র যবর–যের ছাড়াই পড়তে পারা ও বুঝার যোগ্যতাও অর্জিত হবে ইনশাআল্লাহ।
কোর্স পাঠ্যঃ
‘হাইয়া আলাল আরাবিয়্যাহ’ কিতাবের মাধ্যমে পাঠদান করা হবে। এটি একাডেমির নিজস্ব গবেষণালব্ধ কিতাব, যা কর্মব্যস্ত ও কলেজ–ইউনিভার্সিটি পড়ুয়া সাধারণ মানুষের উপযোগী করে অত্যন্ত সুচিন্তিত ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে রচিত। কিতাবটিতে আছে মোট ৪টি অধ্যায়। প্রতি আধ্যায়ে আছে ১২টি করে পাঠ। প্রতি পাঠে আছে ৩টি করে পরিচ্ছেদ। প্রতি সেমিস্টারে ১টি করে অধ্যায় পড়ানো হবে। কিতাবটিতে ৩টি বিষয়ের প্রতি বেশি গুরুত্ত্বারোপ করা হয়েছে। তা হলো–
১– আরবী থেকে কুরআনে অর্থ বুঝা
২– আরবী থেকে নবিজীর হাদিস ও বিভিন্ন দুআর অর্থ বুঝা
৩– সাধারণ আরবীভাষা বুঝা
কিতাবটির কিছু অংশ দেখতে ক্লিক করুন এখানে
এর সাথে নাহু–সরফের আলাদা শিট থাকবে।
এই কোর্সের ছাত্রছাত্রীদের লেখা সমৃদ্ধ আরবী ম্যাগাজিন দেখতে ক্লিক করুন এখানে
ক্লাস-পদ্ধতিঃ
শনি–মঙ্গল–বৃহস্পতি এই তিন দিন গুগল মিটে লাইভে রাত ৯:১৫ থেকে ক্লাস হবে। অন্য দিনগুলোতে এই সময়ে ছাত্র-ছাত্রীদের থেকে পড়া শুনা হবে/প্র্যাকটিস করানো হবে। ক্লাসের রেকর্ড-শিট ইত্যাদি প্রদান করা হবে একাডেমির নিজস্ব ই–ক্যাম্পাসে। এই ইক্যাম্পাসেই ছাত্র-ছাত্রীরা হোমওয়ার্ক জমা দেওয়া, পরীক্ষা দেওয়াসহ যাবতীয় একাডেমিক কাজ সম্পাদন করবে। (ইক্যাম্পাসে শিক্ষার্থীরা কী ধরনের সুবিধা পাবে জানতে ক্লিক করুন এখানে) আর প্র্যাকটিস, শিক্ষার্থীদের গ্রুপ ডিসকাশন ও দরকারি নোটিশের জন্য ব্যবহার করা হবে মেসেঞ্জার গ্রুপ।
মেসেঞ্জারে দুইটি গ্রুপ থাকবে-
১- ডিসকাশনঃ এখানে শিক্ষার্থীরা নিজেরা পঠিত পড়াগুলো প্র্যাকটিস করবে, পড়া নিয়ে ডিসকাস করবে, টিচাররাও এখানে প্র্যাকটিস করাবেন।
২-নোটিশবোর্ডঃ এখানে জরুরি নোটিশ, আপডেটগুলো প্রদান করা হবে।
উল্লেখ্য যে, আমাদের একাডেমীর এই কোর্সের শিক্ষার্থীরা অধিকাংশই কলেজ-ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রী কিংবা চাকরিজীবী-গৃহিণী হবার কারণে নির্ধারিত সময়ে ক্লাসে থাকতে পারেন না। তাই নির্ধারিত সময়ে ক্লাসের সিস্টেম না রেখে এভাবে ফ্ল্যাক্সিবল রাখা হয়েছে। এতে করে তাদেরকে বাড়তি প্রেশারে পড়তে হয় না; বরং ধীরেসুস্থে নিজের অবসর সময়মত শেখার প্রক্রিয়া অব্যাহত রাখতে পারেন। অভিজ্ঞতার আলোকে ব্যস্ত মানুষদের জন্য এই পদ্ধতি অধিক উপযোগী প্রমাণিত হয়েছে। স্টুডেন্টদের রিভিউ দেখতে ক্লিক করুন এখানে
আরও কিছু বৈশিষ্ট্য
- ছেলে-মেয়ে আলাদা ব্যাচ, আলাদা শিক্ষক-শিক্ষিকা ও পূর্ণ পর্দা রক্ষা (উস্তায-উস্তাযাদের পরিচয় জানতে ক্লিক করুন এখানে)
- নিয়মিত হোমওয়ার্ক, অনুশীলন
- প্রতি মাসেই মাসিক পরীক্ষা
- ৪ মাস পরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষা
- পরীক্ষার আগে লাইভ সল্যুশন দারস
- কুইজের মাধ্যমে নিজেকে যাচাইর ব্যবস্থা
- প্রতি পাঠের সাথে কঠিন ও নতুন বিষয়গুলোর জন্য সহজ-সাবলীল উন্নত শিট।
- নিয়মিত পড়া শুনা ও সার্বক্ষণিক সাপোর্ট
- কুরআন থেকে প্রচুর অনুশীলন
- কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
- ভর্তির যোগ্যতা কুরআনুল কারীম পড়তে পারা।
মাসিক ফি : ১০২০ টাকা। ভর্তির আলাদা কোন ফি নেই। (কারো সত্যিকারের আর্থিক সমস্যা থাকলে ছারের বিষয়টি আলোচনা সাপেক্ষে বিবেচনাযোগ্য।)
এই কোর্সের নতুন ব্যাচ (১৬ তম) এর ভর্তি চলছে এপ্রিল মাসে। ক্লাস শুরু হবে মে মাসের ১ তারিখ থেকে। আপনি যদি আরবীভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে চান তাহলে মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে কিংবা হোয়াটসআপ নাম্বারে।
পেইজে যেতে ক্লিক করুন এখানে
হোয়াটসআপে মেসেজ করতে ক্লিক করুন এখানে
আমদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ক্লিক করুন এখানে
আমাদের ইউটিউব চ্যানেল দেখতে ক্লিক করুন এখানে
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এখানে