About Course
নূরুল কুরআন একাডেমি এর ‘স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ’ প্রোগ্রাম কোন ‘আলেম কোর্স’ নয়। এই প্রোগ্রামটি কাউকে আলেম বানানোর জন্য প্রণীত হয়নি; বরং ইসলামী শরীয়তের সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক পর্যায়ের ধারণা লাভ করার একটি প্রয়াস মাত্র। এই সিলেবাসে সবচে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র কুরআন ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে। পাশাপাশি আকিদার ব্যাসিক বিষয়াবলী, দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল ও প্রয়োজন মোতাবেক অন্যান্য শাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। যেন একজন মুসলিম তার দ্বীন ও শরীয়তের সামগ্রিক দিকগুলো সম্পর্কে প্রাথমিক পর্যায়ের ধারণা লাভ করতে পারেন। কেউ যদি এসব বিষয়ে আরও বিস্তৃত ও গভীর জ্ঞান অর্জন করতে চায়, তার জন্য করণীয় হলো সরাসরি আলেমদের শরণাপন্ন হওয়া এবং দীর্ঘ-শ্রম সময় ব্যয় করে সেগুলো শেখা। আল্লাহ তায়ালা তাওফিকদাতা।
উল্লেখ্য যে, আরবীভাষা শিক্ষা কোর্সের সিলেবাস আর স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ এর ১ম বর্ষের আরবীভাষা শিক্ষা কোর্সের সিলেবাস একই। তাই ১ম বর্ষে উভয়ের ক্লাস একই সাথে হবে। পার্থক্য হলো, যারা স্টাডিজ ইন ইসলামী শরীয়াহতে পড়বে, তাদেরকে আরবীভাষার সাথে বাড়তি সাবজেক্ট এর ক্লাসগুলো করতে হবে। সুতরাং কেউ চাইলে পুরো প্রোগ্রামটা না করে কুরআন বুঝার জন্য শুধু আরবীভাষার ক্লাসগুলো করতে পারেন। আরবীভাষা শিক্ষা কোর্সের বিস্তারিত বিবরণ দেখতে ক্লিক করুন এখানে
যারা ইতিমধ্যে আরবীভাষা শিখছে আমাদের একাডেমিতে, তাদের মান্তব্য দেখতে পারেন এখান থেকে।
‘স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ’ সিলেবাসের বিস্তারিত-
- সপ্তাহে ক্লাস ৩ দিন- শনি/মঙ্গল/বৃহ.।
- মৌখিক পড়া নেওয়া হবে সরাসরি মেসেঞ্জার/জুম কলে।
- প্রতি পাঠের উপর নিয়মিত লিখিত হোমওয়ার্ক।
- মান যাচাইয়ে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা।
- ভর্তির যোগ্যতা শুদ্ধভাবে কুরআন পড়তে পারা।
- ভর্তি ফি নেই। মসিক ফি ১০২০ টাকা। (কারো ইলম শেখার আগ্রহ থাকা সত্ত্বেও সত্যিই আর্থিক সমস্যা থাকলে ছাড়ের বিষয়ে বিবেচনা করা হবে।)
আপনি যদি স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ প্রোগ্রামে পড়তে আগ্রহী হয়ে থাকেন তাহলে ফরম পুরন করে রাখুন। এতে ভর্তি শুরু হলেই আমরা আপনাকে জানাবো ইনশাআল্লাহ্। ফরম পূরণ করতে ক্লিক করুন এখানে
আরও বিস্তারিত তথ্যের জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য ক্লিক করুন এখানে