মাবাদিউস সরফ

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

সরফ মানে হলো শব্দ-প্রকরণ বিদ্যা। একটি শব্দ থেকে কীভাবে শত শত শব্দ তৈরি করা যায় তা-ই শেখানো হয় এই শাস্ত্রে। এটি আরবী ব্যকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশে সরফের প্রাচীন পাঠ্যবইগুলোতে সরফের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দুই ধরনের বিষয়ই উল্লেখ করা থাকে। যা পড়তে গিয়ে একজন শিক্ষার্থীকে বাড়তি শ্রম ও মেধা খরচ করতে হয়। কিন্তু বাস্তবক্ষেত্রে এসে সেগুলো তেমন কাজে আসে না। ‘মাবাদিউস সরফ’ কিতাবে সরফের সেসব অপ্রয়োজনীয় বা অত্যন্ত অল্প প্রয়োজনীয় অংশকে বাদ দিয়ে জরুরি ও দরকারি বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সহজবোধ্যভাবে তা উপস্থাপন করা হয়েছে। এটি সরফের প্রাথমিক পাঠ্য হিসেবে উপকারী হবে ইনশাআল্লাহ।

কোর্সের কিছু বৈশিষ্ট্য 

  • সহজ ও সাবলীল ভাষায় পাঠদান
  • প্রতিটি নিয়মকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া
  • বাবগুলোকে নকশা আকারে পেশ করা
  • মূল কিতাবের পিডিএফ প্রদান

 

কীভাবে কোর্সটি করবেন? 

‘মাবাদিউস সরফ’ একটি প্রি-রেকর্ডেড কোর্স। আপনি আপনার সময়-সুযোগ মত ক্লাসগুলো দেখে নিবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এতে এনরোল/ভর্তির হবার জন্য কোর্স ফি  ২১০ টাকা পরিশোধ করতে হবে। টাকা পাঠানো হলে যে নাম্বার থেকে পাঠিয়েছেন তার শেষ তিনটা সংখ্যা/ট্রাঞ্জিকশন আইডি উল্লেখ করে মেসেজ করবেন আমাদের ফেসবুক পেইজে অথবা হোয়াটসআপ নাম্বারে। এরপর আপনাকে ক্লাসগুলো দেখার সুযোগ/এক্সেস দেওয়া হবে।

ফেসবুক পেইজে যেতে ক্লিক করুন এখানে  । হোয়াটসআপ+8801700-946569

উল্লেখ্য যে, ওয়েবসাইটে আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে বুঝতে না পারলে ক্লিক করুন এখানে 

 

শিক্ষার্থী সাপোর্ট 

পড়া সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে বা কিছু না বুঝলে প্রশ্ন করতে পারবেন আমাদের একাডেমির ফেসবুক গ্রুপে কিংবা হোয়াটসাপ নাম্বারে।

ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এখানে

এছাড়াও আমাদেরকে সকল কার্যক্রম সম্পর্কে নিয়মিত জানতে নিচের মাধ্যমগুলো ফলো করতে পারেন-

  • আমদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ক্লিক করুন এখানে 
  • আমাদের ইউটিউব চ্যানেল দেখতে ক্লিক করুন এখানে

 

বিঃ দ্রঃ আপনি যদি আরবীভাষা শিখতে আগ্রহী হন তাহলে আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি হতে পারে আপনার জন্য উত্তম সমাধান। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

Show More

What Will You Learn?

  • আরবী শব্দ-প্রকরণ বিদ্যা
  • বাবসমূহ
  • তাসরীফ বা রূপান্তর

Course Content

মাবাদিউস সরফ কিতাব (পিডিএফ)

  • মাবাদিউস সরফ কিতাব (পিডিএফ)

দারস-১। (ভূমিকা, সরফের পরিচয়, বিষয়বস্তু, উদ্দেশ্য, কিছু পরিভাষা)
এটি সরফের প্রথম দারস। সরফের মূল পড়াতে প্রবেশ করার আগে আমরা কিতাবের ভূমিকা, সরফের পরিচয়, বিষয়বস্তু, উদ্দেশ্য এবং সরফ সংক্রান্ত কিছু পরিভাষা জানব। যেগুলো সামনে আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ।

দারস-২। (মাদ্দা ও তিন কালিমার পরিচয়)
এই দারসে মাদ্দা বা শব্দের মূল অক্ষর ও তিন কালিমার পরিচয় পড়ানো হয়েছে।

দারস-৩। (সুলাসী ও রুবায়ীর প্রকারসমূহ)
এই দারসে সুলাসী ও রুবায়ীর প্রকারসমূহ আলোচনা করা হয়েছে।

দারস-৪। (মারুফ মাজহুল, মুসবাত মানফি, ১৪ সিগাহ)
এই দারসে মারুফ মাজহুল, মুসবাত মানফি ও ১৪ সিগাহ এর পরিচয় আলোচনা করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া।

দারস-৫। (মাদ্বি মুতলাক)
এই দারসে মাদ্বি মুতলাক বা সাধারণ অতীতকাল এর মুসবাত ও মানফি তথা হ্যা-সূচক ও না-সূচক ফেয়েল; এমনিভাবে মারুফ ও মাজহুল এর রূপগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-৬। (মাদ্বি বায়ীদ)
এই দারসে মাদ্বী বায়ীদ বা দূরবর্তী অতীতকালের ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-৭। (মুদ্বারি)
এই দারসে মুদ্বারির সীগাহগুলো আলোচনা করা হয়েছে। ভাল মত মুখস্ত করতে হবে এগুলো। মূল ১৪ সিগাহ মুখস্ত হলে অন্যান্য মাসদার দিয়েও এগুলোর গর্দান দিতে হবে।

দারস-৮। (মাদ্বি ইস্তিমরারি)
এই দারসে মাদ্বি ইস্তিমরারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি অতীতকালে কোন কাজ চলমান ছিল বুঝায়। এটি একটু বেশি করে গর্দান দিতে হবে।

দারস-৯। (নফী জাহাদ বি লাম ও নফি তাকিদ বি লান)
এই দারসে মুদ্বারির শুরুতে লান ও লাম যুক্ত সীগাহগুলো আলোচনা করা হয়েছে। এগুলো বার বার গর্দান দিয়ে আয়ত্ত করতে হবে।

দারস -১০। (লাম তাকীদ ও নুন তাকীদ)
এই দারসে লাম তাকীদ ও নুন তাকীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো কয়েকবার করে গর্দান দিলেই আয়ত্ত্ব হয়ে যাবে। সাধারণ বইপত্রে এর ব্যাবহার কম হলেও কুরআনে প্রচুর পাওয়া যায়।

দারস-১১। (আমর)
এই দারসে আমরের সিগাহগুলো আলোচনা করা হয়েছে। এগুলো একাধিক মাসদার দিয়ে বে শি বেশি করে গর্দান দিতে হবে।

দারস-১২। (নাহি)
এই দারসে নাহির সিগাহগুলো আলোচনা করা হয়েছে। এগুলো একাধিক মাসদার দিয়ে বেশি বেশি করে গর্দান দিতে হবে।

দারস-১৩। (ইসমুল ফায়িল ও ইসমুল মাফউল)
এই দারসে ইসমুল ফায়িল ও ইসমুল মাফউল এর গর্দান আলোচনা করা হয়েছে। এটি খুবই সহজ ও সাধারণ বিষয়।

দারস-১৪। (ইসমুত তাফদ্বীল, ইসমুয যরফ ও ইসমুল আলা)
এই দারসে ইসমুত তাফদ্বীল, ইসমুয যরফ ও ইসমুল আলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলোর ওজনগুলো ভাল করে মুখস্ত করে নিতে হবে।

দারস-১৫। (বাব নাসারা ও দ্বরাবার সরফে সগীর)
এই দারসে পুরাতন জিনিসই নতুনভাবে আলোচনা করা হয়েছে। সরফে সগীরগুলো মুখস্ত করতে হবে। ১টা ভাল করে পড়লে পরেরগুলো সহজ হয়ে যাবে।

দারস-১৬। (বাব সামিয়া, ফাতাহা, কারুমা ও হাসিবার সরফে সগীর)
এই দারসে বাব সামিয়া, ফাতাহা, কারুমা ও হাসিবার সরফে সগীর আলোচনা করা হয়েছে।

দারস ১৭। (সুলাসী মাযীদ ফীহ এর বাবসমূহ)
এই দারসে সুলাসী মাযীদ ফীহ এর বাবসমূহ আলোচনা করা হয়েছে।

দারস-১৮। (اِفْتِعَالٌ واستفعال)
এই দারসে ইফতিয়াল ও ইস্তিফাল বাব ২ টি আলোচনা করা হয়েছে।

দারস-১৯। (انفعال و افعلال)
এই দারসে ইনফিয়াল ও ইফিলাল বাব সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-২০। (اِفْعِيْلَالٌ وافعيعال و اِفْعِوَّالٌ)
এই দারসে (اِفْعِيْلَالٌ وافعيعال و اِفْعِوَّالٌ) এই ৩টি বাব আলোচনা করা হয়েছে।

দারস-২১। (افّاعل و افَّعُّلٌ)
এই দারসে (افّاعل و افَّعُّلٌ) এই ৩টি বাব আলোচনা করা হয়েছে।

দারস-২২। (إفعال و تفعيل و تفعل)
এই দারসে (إفعال و تفعيل و تفعل) এই ৩টি বাব সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-২৩। (مفاعلة و تفاعل)
এই দারসে (مفاعلة و تفاعل) এই ২টি বাব আলোচনা করা হয়েছে।

দারস-২৪। (فعللة و افعنلال)
এই দারসে (فعللة و افعنلال) এই ২টি বাব সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দারস-২৫। (افعللال و تفعلل)
এই দারসে (افعللال و تفعلل) এই ২টি বাব আলোচনা করা হয়েছে।

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet