১. ইচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে।
২. স্ত্রী সহবাস করলে।
৩. কোনো বৈধ কাজ করার পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত খেলে।
৪. নাকে ওষুধ বা তেল ঢোকালে। (আর কানে ওষুধ বা তেল দিলে রোজা ভঙ্গ না হওয়াই অধিক শুদ্ধ মত।)
৫. ইচ্ছা করে মুখ ভরে বমি করলে অথবা অল্প বমি আসার পর তা ইচ্ছা করে গিলে ফেললে।
৬. কুলি করার সময় গলার ভেতরে পানি চলে গেলে।
৭. কামভাবে কাউকে স্পর্শ করার পর বীর্যপাত হলে বা হস্তমৈথুন দ্বারা বীর্যপাত ঘটালে।
৮. খাদ্য না এমন বস্তু খেলে যেমন : কাঠ, কয়লা, লোহা ইত্যাদি।
৯. ধূমপান করলে।
১০. আগরবাতি ইত্যাদির ধোঁয়া ইচ্ছা করে নাকে ঢোকালে। তবে যদি অনিচ্ছায় প্রবেশ করে তাহলে ক্ষতি নেই।
১১. সময় আছে মনে করে সুবহে সাদিকের পর সাহরি খেলে।
১২. ইফতারের সময় হয়ে গেছে মনে করে সময়ের আগেই ইফতার করে ফেললে।
১৩. দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বেরিয়ে তা গলার ভেতরে চলে গেলে।
১৪. জোর করে কেউ রোজাদারের গলার ভেতরে কিছু ঢুকিয়ে দিলে।
১৫. মুখে পান রেখে ঘুমালে এবং সে অবস্থায় সাহরির সময় চলে গেলে।