photo_2025-08-22 23.43.50

উমরাতে যাওয়ার পর অনেকের কথা বুঝতে পারছিলাম

আমার স্বপ্ন ছিল কুরআন তেলওয়াত করার সময় আমি যেন বুঝতে পারি কী পড়ছি। আর সেজন্য আমি প্রথমে অনলাইনে ৫০% ও ৭০% কুরআন ও সালাত অনুধাবন কোর্সটা করি। আমি ভাবছিলাম এই কোর্স করলে আমি সব বুঝতে পারবো। কিন্তু কয়েকটা ফি’লের অর্থছাড়া কিছুই বুঝতে পারলাম না। তারপর নুরুল কুরআন একাডেমিতে ৩য় ব্যাচের সাথে এসো আরবি শিখি কোর্সে জয়েন করি। কিন্তু কিছুদিন পরে খুব কঠিন লাগছিল সবকিছু, মনে হচ্ছিল সম্ভব না আমাকে দিয়ে। কিন্তু তখন প্রতি দারসের শেষে উস্তায একটা কথাই বলতেন, ‘হাল ছাড়া যাবে না, দাঁত কামড়ে লেগে থাকতে হবে। এক ব্যাচে না হলে পরের ব্যাচ থেকে আবার শুরু করতে হবে’। উনার এই কথাগুলো আমাকে বেশ আশা জাগায়। আমি আবার ৪র্থ ব্যাচ থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ এবার আমি শেষ করতে পারি। তারপরও কোর্স শেষে কিছুদিন পর চর্চার গাফিলতির কারণে আমার মনে হলো আমি আবার সব ভুলে যাচ্ছি। তাই আবার ১১ তম ব্যাচের সাথে ভর্তি হই রিভিশনের নিয়তে।

আলহামদুলিল্লাহ এখন আমি কুরআন, হাদিস পড়ার সময় অনেকাংশ বুঝতে পারি। আয়াতের অর্থ অনুধাবন করতে পারি। বিভিন্ন হাদিস; বিশেষ দোয়া-মোনাজাত যেগুলো আগে মুখস্থ পড়ে যেতাম, কিছুই বুঝতাম না, সেগুলো বুঝতে পারি। আবার অনেক সময় নিজে থেকেও নিজের জরুরত অনুসারে আরবিতে দোয়া করতে পারি। যা আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবচেয়ে বেশি খুশি লেগেছে এবার উমরাহ্ যাওয়ার পর, আমি স্বতঃস্ফূর্তভাবে বলতে না পারলেও অনেকের কথা বুঝতে পারছিলাম। আমার এত খুশি লাগছিল, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও যে ভাষা বোধগম্য হবে এমন ভাবনাও ছিল না, সেই ভাষা কিছুটা হলেও বোঝা রাব্বুল আলামীন আমার জন্য সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।

এই আরবি শিখার লম্বা সফরের পরও আমি বলবো না যে আমি পার্ফেক্ট হয়ে গেছি। এখনও আমার অনেক ভুল হয়, প্রচুর ভুল হয়। তবে এর পেছনে আমার উস্তাযাদের মেহনতের কোন কমতি নেই; বরং রয়েছে শুধুমাত্র আমার গাফিলতি, চর্চা আর পরিশ্রমের অভাব। আমি যখনই কোন সমস্যা নিয়ে নক করেছি আমার উস্তাযাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি।

আমি প্রথমে আমার রবের শুকরিয়া আদায় করবো যে, তিনি আমাকে আরবি ভাষা শিখার জন্য মনোনীত করেছেন। তারপর আমার একাডেমির উস্তায আবদুল্লাহ আল মাসউদ সাহেব আর আমার উস্তাযাদের (বিনতে হাবিবুল্লাহ, মুসলিমা উস্তাযা এবং মাহমুদা উস্তাযার), যারা এত মেহনতের মাধ্যমে আমাদেরকে কুরআনের ভাষা সহজ ও সাবলীলভাবে শিখিয়েছেন, এখনো শিখিয়ে যাচ্ছেন। যারা আমাদের অন্তরে আল্লাহর কালাম পৌছানো সহজ করে দিয়েছেন তাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, রাব্বুল আলামীন তাদেরকে সর্বোত্তম প্রতিদান করুক আর এই একাডেমি কে ভরপুর বারাকাহ দান করুক।

(সরাসরি আরবী থেকে কুরআনের অর্থ বুঝতে চান? তাহলে আমাদের একাডেমীর আরবীভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সটি বিশেষভাবে জেনারেল শিক্ষিত ব্যস্ত মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে এবং আরবী থেকে কুরআন বুঝাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে  

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

জনপ্রিয় ব্লগ

আরবীভাষা

ভাষা বুঝতে পারার কারণে আমলি সূরা ও দোয়াগুলো সহজে মুখস্ত করতে পারছি।

আরবিভাষা শিক্ষা এই কোর্সটি শেষ করার পর যদি এক কথায় নিজের অনুভুতি প্রকাশ করি তাহলে বলব—’আলহামদুলিল্লাহ’। মহান রাব্বুল আলামীনের দরবারে

পুরোটা পড়ুন