"আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের সম্পদে আছে দরিদ্রদের কিছু অধিকার"
সূরা আল-যারিআত, আয়াত : ১৯
আমরা সাদাকা ফান্ডের মাধ্যমে মূলত ধনী ও দরিদ্র এই উভয় শ্রেণীর মাঝে সংযোজ স্থাপন করে থাকি।
বর্তমানে এই সাদাকা ফান্ডকে তিনটি খাতে ব্যবহার করা হচ্ছে-
আর্থিকভাবে অসচ্ছল;
কিন্তু ইলম অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
দুস্থ-অসহায় ব্যক্তিদের সাহায্য প্রদান
দরিদ্র অঞ্চলগুলোতে প্রতিষ্ঠিত মক্তবগুলোতে অর্থসাহায্য প্রদান এবং দ্বীনী মজলিসের আয়োজন
সাদাকা দুই ক্যাটাগরিতে প্রদান করতে পারেন
অবশ্যই আপনি কোন ধরনের সাদাকা প্রদান করছেন তা উল্লেখ করতে ভুলবেন না। যদি দুই ধরনের সাদাকাই কেউ প্রদান করেন তবে কোন খাতে কত সেটাও আলাদা করে বলা অতীব জরুরী। আল্লাহ্ তাআলা আমাদেরকে সামর্থ্যানুযায়ী নেককাজে শিরীক থাকার তাওফীক দান করুন। আমীন।