বালাগাত বলা হয় আরবী অলঙ্কার শাস্ত্রকে। এটি জানার মাধ্যমে আরবীর ভাষাগত সৌন্দর্য বুঝা যায়। কথাকে কীভাবে শ্রোতার অবস্থা অনুপাতে উপস্থাপন করা যায় সেই রহস্য জানা যায়। মূলত নাহু-সরফের বাইরেও ভাষাগত আরও বিভিন্ন বিষয় আছে, যা না জানা থাকলে একজন আরবীভাষার পাঠক অনেক ক্ষেত্রেই বক্তার বক্তব্যের ভাব ও ধারা অনুধাবন করতে ব্যর্থ হবেন। বিশেষত কুরআনের সৌন্দর্য বুঝার ক্ষেত্রে বালাগাতের কোন বিকল্প নেই। এই কোর্সে বালাগাতের বিখ্যাত ও বহুল পঠিত কিতাব ‘দুরুসুল বালাগাহ’ পাঠদান করা হয়েছে, যা একজন শিক্ষার্থীর সামনে আরবী ভাষার সৌন্দর্য ও রহস্যকে তুলে ধরবে ইনশাআল্লাহ।