উত্তরঃ ঈদের নামায শুধুমাত্র ছেলেদের জন্য ওয়াজিব। নারী পুরুষ কারো জন্যই মুসলমানদের সম্মিলিত জামাত ছাড়া আলাদাভাবে একাকী ঈদের নামায পড়ার অবকাশ নেই। ঈদের নামাযের জন্য মেয়েরা ঈদগাহে আসা নিষিদ্ধ। মেয়েরা ঈদের দিন পরিস্কার পরিচ্ছন্ন হয়ে, সুগন্ধি মেখে অন্যান্য নারী ও মাহরাম পুরুষদের সাথে ঘরোয়াভাবে উৎসবের আনন্দ উপভোগ করবে। পরিবারের সবাই মিলে অতিথিদের আপ্যায়ন করবে। পাড়া প্রতিবেশির খোঁজখবর নিবে ও অসহায় মুসলমানদের সাধ্যানুযায়ী সহায়তা করবে। সবকিছুর মাঝে নিজের দৈনন্দিন নফল ইবাদতগুলো ঠিক রাখার ব্যাপারে যত্নবান হবে। পুরুষদের যেমন ঈদের নামায পড়ার আবশ্যকীয়তা আছে সেভাবে আলাদা করে এই দিনে মেয়েদের জন্য কোন আমল নেই। ”وشرط وجوبہا الإقامة والذکورة“ آگے عیدین کی نمازوں کی بحث میں ہے: ”وتجب صلاة العید علی من تجب علیہ الجمعة (کنز الدقائق علی ہامش البحر الرائق: ۲/۲۶۴-۲۷۶ مکتبہ زکریا) اور در مختار میں ہے: ”ویکرہ حضورہن الجماعة ولو لجمعة وعید ووعظ مطلقا ولو عجوزًا لیلاً علی المذہب المفتی بہ لفساد الزمان“ (الدر المختار: ۱/۸۳، دار الکتاب) উত্তর প্রদানেঃ মুফতি Affan Bin Sharfuddin হাফি. কুরআন সহীহকরণ কোর্স ও ৩০ নং পারা হিফজ কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে