আরবিভাষা শিক্ষা এই কোর্সটি শেষ করার পর যদি এক কথায় নিজের অনুভুতি প্রকাশ করি তাহলে বলব—’আলহামদুলিল্লাহ’। মহান রাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে, তিনি আমাকে এত সুন্দর ও বরকতময় জার্নিতে শেষ পর্যন্ত কবুল করেছেন।
আগে আল্লাহ ও তার রাসূলের জন্য কুরআন ও হাদিসকে ভালোবাসতাম। তবে আরবিভাষা শিক্ষার এই জার্নিতে আসার পর সেই ভালোবাসার স্বাদ প্রকৃত অর্থে যেন উপলব্ধি করতে পেরেছি। যখন কুরআন তেলাওয়াত করতে গিয়ে আয়াতগুলোর অর্থ নিজে নিজে বুঝতে পারি তখন অন্তরের প্রশান্তিই বলে দেয় প্রাপ্তির স্বাদ। চির অজানা শব্দগুলো যখন পরিচিত হয় তখন মনে হয় যে, এই তো আল্লাহর কালাম বুঝতে পারছি। আমার রব অতি নিকটে আমাকেই বলেছেন এসব কথা!!…এই অনুভুতির লোভেই এই নাতিদীর্ঘ পথ চলা আলহামদুলিল্লাহ্।
এছাড়াও যতটুকু ফায়দা হবে বলে আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি, যা হয়ত দুই চারটা লাইনে ব্যক্ত করা সম্ভব নয়। তবে কিছু কথা না উল্লেখ করলেই নয়। সেগুলো অল্প কোথায় তুলে ধরার চেষ্টা করছি।
কুরআন বুঝতে পারার সাথে সাথে আমার কুরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ ও তেলাওয়াতে প্রশান্তি বৃদ্ধি পেয়েছে। ভাষা বুঝতে পারার কারণে আমলি সূরা ও দোয়াগুলো সহজে মুখস্থ ও অর্থ বুঝতে সুবিধা হচ্ছে। নিশ্চিতভাবে সালাতে পরিবর্তন লক্ষ্য করতে পারি। সূরা ও দোয়াগুলোর অর্থ নিজে নিজে বুঝতে পারাতে সালাতে মনোযোগ বৃদ্ধি পেয়েছে। পূর্বের তুলনায় অধিক প্রশান্তি অনুভব করি আলহামদুলিল্লাহ।
এছাড়াও মাঝে মাঝে আরবি লেকচার, হাদিস, লেখা, নাশিদ এগুলো যখন নিজে নিজে অর্থ বুঝতে পারি তখন আনন্দের অনুভূতিটা অন্যরকমই হয় আলহামদুলিল্লাহ।
এতসব প্রাপ্তির জন্য নুরুল কুরআন একাডেমির কাছে আমি কৃতজ্ঞ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে ১২ বছর ধরে আমাদেরকে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হয়। তারপরেও অধিকাংশ শিক্ষার্থী ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে ও লিখতে ব্যর্থ হয়। সেখানে মাত্র একবছরের একটি কোর্স এর মাধ্যমে আরবী ভাষার মতো একটি সম্মৃদ্ধ ভাষা শেখানোর চ্যালেন্জ নেওয়া আসলেই প্রসংশার দাবিদার। উস্তায এর প্রতি শুকরিয়া যে এত সুন্দর, সহজ ও সাবলীলভাবে হাইয়্যা আলাল আরাবিয়্যাহ কিতাবটিকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শত ব্যস্ততার মধ্যে থেকেও অল্প সময়ে অল্প পরিশ্রমে কীভাবে আল্লাহর কালাম শেখা যায় তার উজ্জ্বল উদাহরণ এই কিতাবটি। আল্লাহ তায়ালা একাডেমির সকল প্রচেষ্টাকে দ্বীনের পথে কবুল করুক। অনেক অনেক বারাকাহ দান করুন, আমীন। আল্লাহ তায়ালা দ্বীনের খেদমতে নুরুল কুরআন একাডেমিকে কবুল করুন, আমীন।
শ্রদ্ধেয় উস্তায-উস্তাযাদের সহযোগিতা ও দোয়া ছাড়া এতদূর আসা কোনোভাবেই সম্ভব ছিল না। তাদের কাছে চির ঋণী হয়ে থাকব। আল্লাহ তায়ালা যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন, আমীন।
তার সাথে এই কোর্স এর সন্ধান যার মাধ্যমে পেয়েছি, যার কারণে এত সুন্দর একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি ,তার কাছেও কৃতজ্ঞ। মহান রাব্বুল আলামীন তাকেও উত্তম প্রতিদান দান করুন এবং দ্বীনের পথে কবুল করুন, আমীন।
সবশেষ একটি আর্জি দিয়ে শেষ করতে চাই। তা হলো, সামনে যেন আরবী ভাষাসহ কুরআন হাদীসের আলোকে দ্বীনি ইলম অর্জনের আরও নতুম নতুন কোর্স আমাদের জন্য তৈরী করা হয়। বিশেষকরে আগামী প্রজন্মকে সামনে রেখে, যারা আধুনিকতার নামে অন্ধকারের মোহে দ্বীন থেকে দূরে চলে যাচ্ছে। শিশুকাল থেকে শুরু করে ধাপে ধাপে কিশোর, যুবক, নবীন, প্রবীণ সকল ধাপের মানুষের কাছে দ্বীনি শিক্ষা পৌঁছে দিতে নতুন নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জ্ঞাপন করছি। অনলাইনের পাশাপাশি অফলাইনেও উস্তায উস্তাযাদের সহবতে থেকে ইলম অর্জনের সুবর্ণ সুযোগ তৈরী হোক সে কামনা করি। (মহান রাব্বুল আলামীন কবুল করুন, আমীন)। আমরা পাশে থাকব ইন শা আল্লাহ্। আল্লাহ তায়ালা আমাদের সকলকে দ্বীনের পথে কবুল করুক আমীন।
আরবীভাষা শিক্ষা কোর্সের নতুন ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে কমেন্ট চেক করুন। ভর্তির জন্য মেসেজ করুন।
(সরাসরি আরবী থেকে কুরআনের অর্থ বুঝতে চান? তাহলে আমাদের একাডেমীর আরবীভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সটি বিশেষভাবে জেনারেল শিক্ষিত ব্যস্ত মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে এবং আরবী থেকে কুরআন বুঝাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে