আমার আরবীভাষা শেখার যাত্রা: একটি স্বপ্ন পূরণের গল্প

দ্বীনের সঠিক বুঝ আসার পর থেকেই আমার মনে কুরআন সহীহভাবে পড়ার এবং এর ভাষা বোঝার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। আমার সবসময়ই ইচ্ছে ছিল, আল্লাহ তাআলা যেন আমাকে তাঁর পবিত্র কালাম এবং রাসূলের সুন্নাহ সরাসরি বোঝার তাওফিক দান করেন। এই লক্ষ্যে আমি অনেক দুআ করতাম এবং শেখার সঠিক মাধ্যম খুঁজে বেড়াতাম।

শুরুর দিকের পথচলা ও কিছু সীমাবদ্ধতা

আমার এই যাত্রার প্রথম ধাপ ছিল ‘দুরুসুল লুগাতিল আরাবিয়্যাহ’ কিতাবটি। ইউটিউব দেখে এর প্রথম খণ্ডটি আমি প্রায় চারবার শেষ করেছিলাম। কিন্তু একা একা পড়ার কারণে কিছু সীমাবদ্ধতা দেখা দিল। কোনো নির্দিষ্ট তামরীন-অনুশীলন, পরীক্ষা বা পড়া দেওয়ার সুযোগ ছিল না বলে নিজেকে যাচাই করা যাচ্ছিল না। ফলে বেশিদূর এগোতে পারিনি।

পরবর্তীতে একটি মাদরাসায় ভর্তি হয়ে ‘এসো আরবী শিখি’ প্রথম খণ্ড শেষ করি। কিন্তু সেখানে একসাথে অনেকগুলো বিষয় থাকায় তাল মেলাতে কষ্ট হচ্ছিল। ফলে চার মাস পর মাদ্রাসা ছাড়তে বাধ্য হই। এরপর দীর্ঘ সময় কেটেছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে। বিষয়গুলো বুঝতাম, কিন্তু নিয়মিত অনুশীলনের অভাবে আবার ভুলে যেতাম। মৌখিক চর্চা বা বাক্য গঠনের কোনো প্ল্যাটফর্ম না থাকায় আমি অনেকটা এক জায়গাতেই থমকে ছিলাম।

নূরুল কুরআন একাডেমির সন্ধান ও নতুন সূচনা

একটি জুতসই কারিকুলামের সন্ধানে থাকাকালীন আল্লাহর মেহেরবানিতে ফেসবুকের মাধ্যমে নূরুল কুরআন একাডেমির আরবীভাষা শিক্ষা কোর্সটির খোঁজ পাই। এর সিলেবাসটি আমার কাছে খুব ভারসাম্যপূর্ণ মনে হয়েছে— না খুব বেশি, না খুব কম।

এখানে উস্তাযের সহজভাবে বোঝানোর দক্ষতা এবং ভাষার সূক্ষ্ম বিষয়গুলো ব্যাখ্যা করার পদ্ধতি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে উস্তাযের লেখা ‘মাবাদিউন নাহু’ ও ‘সরফ’ বই দুটি আমার শেখার পথকে অনেক সহজ করে দিয়েছে। এছাড়া আমাদের সহকারী উস্তাযা অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে সময় দিয়ে আমাদের পড়া নিতেন এবং সংশয় দূর করতেন। আল্লাহ তায়ালা তাঁদের উত্তম প্রতিদান দান করুন।

অবশেষে প্রাপ্তি

আরবীভাষা শেখার কিতাবটি শেষ করার পথটি সবসময় মসৃণ ছিল না। মাঝেমধ্যে অনেক ‘ওয়াসওয়াসা’ কাজ করত। মনে হতো— একটা কিতাব শেষ করতে এত সময় লাগছে কেন? মাঝে মাঝে জানা পড়াও কঠিন লাগত, শব্দার্থ ভুলে যেতাম, পরীক্ষায় আশানুরূপ ফল আসত না। এমনও সময় এসেছে যখন হতাশায় পড়া ছেড়ে দিতে ইচ্ছে করেছে।

কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমাকে ধৈর্য ধরার শক্তি দিয়েছেন। আজ যখন কিতাবটি শেষ করতে পেরেছি, তখন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি। এই অর্জনের বরকত শব্দে প্রকাশ করা সম্ভব নয়। এটি আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা দিচ্ছে।

শেষ কথা

আরবী ভাষা খুব বেশি কঠিন নয়, আবার একদম সহজও নয়; তবে এটি পড়তে আনন্দ আছে। আমার চাওয়া, আল্লাহ তায়ালা যেন আমার এই যাত্রাকে কবুল করেন এবং আমাকে নূরুল কুরআনের সাথেই থাকার তাওফিক দান করেন।

মহান রবের কাছে প্রার্থনা— তিনি এই প্রতিষ্ঠানের সকল উস্তায ও উস্তাযাদের সর্বোত্তম প্রতিদান দিন এবং নূরুল কুরআন একাডেমিকে দ্বীনের জন্য কবুল করুন। আমীন।

مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ

“যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন।” (সহীহ মুসলিম)

রাফিয়া তাসনীম

আরবীভাষা শিক্ষা কোর্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *